ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

জুলাই যোদ্ধাদের চিকিৎসা ব্যয় নিয়ে কটাক্ষ, অফিস সহকারীকে শোকজ

আপডেট : ১৯ আগস্ট ২০২৫, ১২:৩৩ পিএম

নেত্রকোণার মদন উপজেলায় জুলাই যোদ্ধাদের চিকিৎসা ব্যয় নিয়ে ফেসবুকে বিরূপ মন্তব্য করায় হিসাবরক্ষণ অফিসে কর্মরত আব্দুল আউয়ালকে শোকজ (কারণ দর্শানোর নোটিশ) নোটিশ দিয়েছে উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা। অভিযুক্ত আব্দুল আউয়াল হিসাবরক্ষণ অফিসের কম্পিউটার অপারেটর ও মুদ্রাক্ষরিক পদে কর্মরত।

মঙ্গলবার (১৯ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেছেন মদন উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা জোবায়েদ হোসেন। এর আগে গত ৭ আগস্টও তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল।

শোকজ নোটিশে উল্লেখ করা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২০ সালের পরিপত্র অনুযায়ী, রাষ্ট্র বা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সম্পর্কে বিরূপ মন্তব্য সম্বলিত পোস্ট, ছবি, অডিও বা ভিডিও আপলোড, কমেন্ট, লাইক বা শেয়ার করা থেকে সরকারি কর্মচারীদের বিরত থাকার নির্দেশনা রয়েছে। অভিযোগ অনুযায়ী, আব্দুল আউয়াল জুন মাসে ৭৮ জন জুলাই যোদ্ধার চিকিৎসায় ব্যয় ১০০ কোটি টাকা সংক্রান্ত একটি খবরের ফটোকার্ড নিজের ফেসবুক আইডিতে পোস্ট করে ক্যাপশনে লিখেছিলেন, বাপ দাদার ভাগ্য যে ১০০০ কোটি লাগে নাই, মাত্র ১০০ কোটি লাগছে। পোস্টে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ছবি ব্যবহার করা হয়।

আবদুল আউয়াল দাবি করেন, ওই পোস্টটি তার স্ত্রী করেছেন, তিনি নিজে এটি করেননি। তিনি বলেন, ওইদিন আমার মোবাইল বাসায় ছিল। গ্রামের সহজ-সরল স্ত্রী পোস্টটি করেছেন। আমি এই কাজে দুঃখ প্রকাশ করছি এবং সরকারি চাকরি হিসেবে নিয়ম মেনে চলার প্রতিশ্রুতি দিচ্ছি। শোকজের জবাব যথাযথ নিয়মে জমা দিয়েছি।

মদন উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা জোবায়েদ হোসেন জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে করা বিরূপ মন্তব্যের বিষয়টি যাচাই করে শোকজ দেওয়া হয়েছে। আব্দুল আউয়াল লিখিতভাবে জবাব দিয়েছেন। এটি বিভাগীয় কার্যালয়ে পাঠানো হয়েছে। শিগগিরই যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

RF/SN
আরও পড়ুন