দৌলতদিয়ায় পদ্মার স্রোতে ডুবে গেলো বাল্কহেড

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলোদিয়ায় পদ্মা নদীর প্রবল স্রোতে একটি বালুবাহী বাল্কহেড ডুবে গেছে। তবে অল্পতে প্রাণে রক্ষা পেয়েছেন বাল্কহেডের সুকানি ও সহকারীসহ ২ শ্রমিক।

সোমবার (১৮ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাটের কাছে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার আন্ধারমানিক এলাকা থেকে বালুবোঝাই করে বাল্কহেডটি দৌলতদিয়া ঘাটের দিকে আসছিল। দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাটের কাছে এলে নদীর প্রবল স্রোতে বাল্কহেডটি ডুবে যাওয়া শুরু করে। এ সময় বাল্কহেডে থাকা সুকানি ও সহকারী এবং ২ শ্রমিক দৌলতদিয়া ঘাটের বালুর মালিকের কাছে ফোন করে। বালুর মালিক দ্রুত ট্রলার নিয়ে গিয়ে তাদের উদ্ধার করে নদীর পাড়ে নিয়ে আসে।

স্থানীয়দের অভিযোগ, নদীতে চলাচল করা বাল্কহেডের বেশিরভাগেরই নেই নিবন্ধন ও ফিটনেস। অদক্ষ সুকানি দিয়ে চালানো হয় এসব বাল্কহেড। এছাড়া ধারণ ক্ষমতার চেয়ে দ্বিগুণ বালু পরিবহন করা হয়। তবে এসবের বিরুদ্ধে প্রশাসনের কোন তদারকি নেই। যে কারণে এমন দুর্ঘটনা ঘটে। 

দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) ত্রিনাথ সাহা জানান, পদ্মা নদীতে চলাচল করা বাল্কহেডগুলোর বিরুদ্ধে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করে থাকি। তবে বর্তমানে পদ্মা নদীতে প্রবল স্রোত থাকায় আমাদের স্পিডবোর্ড নিয়ে যাওয়া খুব কষ্ট হয়। তাই তদারকি কম হচ্ছে। বাল্কহেড ডুবে যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলেও জানান তিনি।