রাজবাড়ীতে পদ্মা নদীতে কুমিরের দেখা, জনমনে আতঙ্ক

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৬, ০৯:৫১ এএম

রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের উড়াকান্দা এলাকায় পদ্মা নদীতে দেখা যাচ্ছে বিশাল এক কুমির। এতে নদীর তীরবর্তী এলাকায় বসবাসকারী মানুষের মধ্যে কুমিরের আতঙ্ক ছড়িয়ে পড়েছে।  

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুর ১২টার দিকে ২৮ নং উড়াকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের  সামনে পদ্মা নদীতে বেশ কয়েকবার কুমির ভেসে উঠতে দেখেছে এলাকাবাসী। এতে আতঙ্কিত হয়ে পড়েছে স্থানীয় বাসিন্দারা। 

সরেজমিনে দেখা যায়, এলাকাবাসীসহ উৎসুক জনতা কুমির দেখার জন্য পদ্ম নদীর পাড়ে ভিড় করেছে। জনমনে আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয় বাসিন্দা সুমন মন্ডল বলেন, গত ৩ দিন ধরে পদ্ম নদীতে কুমির দেখা যাচ্ছে। সকালেও বেশ কয়েকবার কুমিরটি নদী তীরবর্তী এলাকায় ভেসে উঠে। সকালে এক গৃহবধূ কাপড় কাচার জন্য নদীতে আসলে সে কুমিরটি ভেসে উঠতে দেখে দৌড়ে পালিয়ে যায়। 

স্থানীয় আরেক বাসিন্দা নাহিদুর রহমান জানান, উড়াকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পদ্মা নদীতে কুমিরটি দেখা গেছে। সকাল থেকে বেশ কয়েকবার কুমিরটি নদীতে ভেসে উঠেছে। যে স্থানে কুমিরটি দেখা গেছে সেখানে প্রতিদিন শত শত মানুষ গোসল করে। এ নিয়ে এলাকায় কৌতুহল তৈরি হয়েছে। পদ্মা পাড়ের মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে। 

রাজবাড়ী বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর সায়েদুর রহমান বলেন, বিষয়টি জানতে পেরেছি। উড়াকান্দা এলাকায় পদ্মা নদীতে কুমির দেখা যাচ্ছে। যেহেতু ওই স্থানটি মূল নদী সেহেতু ওখান থেকে কুমির ধরা এক প্রকার অসম্ভব। আমরা আমাদের পক্ষ থেকে এলাকাবাসীকে সচেতন করবো যাতে তারা নদীতে না নামে।

রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার নিরুপমা রায় জানান, বিষয়টি আমি জানতে পেরেছি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পদ্মা পাড়ের বাসিন্দাদের সতর্ক করা হচ্ছে।

AHA
আরও পড়ুন