টাঙ্গাইলে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি অনুষ্ঠান

জুলাই বিপ্লব ও গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে টাঙ্গাইলে আলোচনা সভা, নৃত্য ও সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের শহীদ মিনার প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করে টাঙ্গাইল কালচারাল রিফর্মেশন ফোরাম (সিআরএফটি)।

সিআরএফটির সভাপতি আবুল কালাম মোস্তফা লাবুর সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন প্রবীন সাংবাদিক ও টাঙ্গাইল আইন কলেজের অধ্যক্ষ খাল মোহাম্মদ খালেদ। মুখ্য আলোচক ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি হামিদুল হক মোহন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জুলাই যোদ্ধা মনোয়ার মোহাম্মদ, বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা মীর ফরহাদ হোসেন, জাতীয় নাগরিক পার্টির (উত্তর) সমন্বয়ক আজাদ খান ভাসানী ও জুলাই যোদ্ধা ফাতেমা রহমান বিথি। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সিআরএফটির সাধারণ সম্পাদক অনিক রহমান বুলবুল  । 

বক্তারা বলেন, যে স্বপ্ন নিয়ে জুলাই বিপ্লবে সহস্রাধিক ছাত্র-জনতা শহীদ হয়েছেন সে সপ্ন এখনো পূরণ হয়নি। এখনো সমাজে ঘুষ-দুর্নীতি চলছে। সরকারী অফিস আদালতে সাধারণ মানুষের হয়রানী কমেনি। জমি দখল, চাঁদাবাজি বন্ধ হয়নি। আগামীতেও ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্র জনতার সংগ্রাম চলবে ।
শেষে টাঙ্গাইলের শিল্পীরা নৃত্য ও সঙ্গীত পরিবেশন করেন।