চাবি দিয়ে শনাক্ত হলো নদীতে ভেসে আসা লাশের পরিচয় 

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মধুমতি নদীতে ভেসে আসা অজ্ঞাত ব্যক্তির লাশ শনাক্ত হলো একটি চাবির মাধ্যমে। মৃত ব্যক্তি সদর উপজেলার বৌলতলী গ্রামের মৃত নটোবর সরকারের ছেলে মহানন্দ সরকার (৬৫)।

গত রোববার সন্ধ্যায় টুঙ্গিপাড়ার মধুমতি নদীতে স্থানীয়রা এক ব্যক্তির মরদেহ ভেসে আসতে দেখে। বিষয়টি টুঙ্গিপাড়া থানা পুলিশকে জানানো হয়। খবর পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল পাটগাতি লঞ্চঘাট থেকে মরদেহটি উদ্ধার করে। তবে সেসময় তার পরিচয় কেউ নিশ্চিত করতে পারেনি।

 রাতে গোপালগঞ্জ সদর থানা থেকে একজন বয়স্ক ব্যক্তি নিখোঁজ হওয়ার বেতার বার্তা পায় টুঙ্গিপাড়া থানা। তখন সেখানে একটি মরদেহ উদ্ধারের বিষয় জানানো হয়। নিখোঁজ ব্যক্তির স্বজনেরা খবর পেয়ে টুঙ্গিপাড়া থানায় যান। এ সময় পুলিশের পক্ষ থেকে তাদের জানানো হয়, মরদেহের সাথে একটি চাবির ছড়া পাওয়া গেছে, যেখানে চারটি চাবি আছে। তখন ওই পরিবারের লোকজন বাড়ি থেকে তালা নিয়ে থানায় হাজির হয়। মরহেদের কাছ থেকে পাওয়ায় চাবি দিয়ে সেসব তালার দুইটি খোলা সম্ভব হয়। এরপর মরদেহ শনাক্ত করেন মহানন্দ সরকারের ছেলে বাবুল সরকার লাশটি তার বাবার বলে সনাক্ত করেন।

বাবুল জানান, গত বৃহস্পতিবার তার বাবা নিখোঁজ হন। পরে টুঙ্গিপাড়ায় একটি লাশ উদ্ধার হওয়ার খবর পান তারা। যেহেতু লাশ অনেকটা বিকৃত হয়ে যায়, একারণে চাবির মাধ্যমেই নিশ্চিত হওয়া যায় যে সেটি তার বাবার মরদেহ।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জাহিদুল ইসলাম জানান,মৃতদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। পরে আইনী প্রক্রিয়া শেষে তা পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।