চরাঞ্চলের শিক্ষার্থীদের মাঝে লাইফ জ্যাকেট বিতরণ

রাজবাড়ী সদর উপজেলায় চরাঞ্চলের ৩৮ জন শিক্ষার্থীদের মাঝে লাইফ জ্যাকেট বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলার মিজানপুর ইউনিয়নের মুন্সী বেলায়েত হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এই লাইফ জ্যাকেট বিতরণ করা হয়।

জেলা প্রশাসনের আয়োজনে ও ইউনিয়ন পরিষদের সহযোগিতায় লাইফ জ্যাকেট বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মারিয়া হক। সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার অধীর কুমার বিশ্বাসের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. তবিবুর রহমান।

এসময় সদর উপজেলা কৃষি কর্মকর্তা ও মিজানপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. জনি খান, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফকির মো. নুরুল ইসলাম, মুন্সি বেলায়েত হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকছেদ আলী, সহকারী শিক্ষক কিশোর কুমার গুহ, স্বপ্না পোদ্দার, শারমিন আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।

জানা গেছে, মুন্সী বেলায়েত হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৩৯ জন শিক্ষার্থীর মধ্যে ৩৮ জন পদ্মার ওপার থেকে চর আমবাড়িয়া, চর কাঠুরিয়া ও চর মৌকুড়ি থেকে স্কুলে পড়তে যায়। এসব শিক্ষার্থী ট্রলার কিংবা নৌকায় যাতায়াত করে। বর্তমানে পদ্মার পানি বৃদ্ধিতে তীব্র স্রোত ও ঢেউয়ের সৃষ্টি হয়েছে। এতে করে ঝুঁকি তৈরি হওয়ায় জেলা প্রশাসনের উদ্যোগে এই লাইফ জ্যাকেট বিতরণ করা হয়।

লাইফ জ্যাকেট বিতরণ শেষে বিদ্যালয় প্রাঙ্গণে ফলদ গাছের চারা রোপণ করেন অতিথিবৃন্দ।