টাঙ্গাইলের কালিহাতি উপজেলার শিক্ষার্থীদের সংগঠন পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব কালিহাতি (পুসাক) এর কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
২২ সদস্যের নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আশরাফুল খান এবং সাধারণ সম্পাদক হয়েছেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. এরশাদ।
সহ-সভাপতি পদে রয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হাসানুজ্জামান ফারুক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাজমুল সাগর ও মাভাবিপ্রবির মরিয়ম আক্তার মিম। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওবায়দুল শিকদার, মাভাবিপ্রবির মির্জা জিসান এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ইসরাত জাহান রিমু।
পূর্ববর্তী কমিটির সভাপতি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইসমাইল হোসেন সিরাজী এবং সাধারণ সম্পাদক ছিলেন শেকৃবির শিক্ষার্থী শফিকুল ইসলাম সিয়াম।