প্রকৌশলী আন্দোলনে হামলার প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ

টাঙ্গাইলের সন্তোষে অবস্থিত মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

ঢাকায় প্রকৌশলী অধিকার আন্দোলনে পুলিশের হামলার প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে শিক্ষার্থীরা একাডেমিক ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন। প্রকৌশলী অধিকার আন্দোলনের ব্যানারে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয়ের প্রথম গেটে শেষ হয়।

পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের শিক্ষার্থী নাহিদ, রাকিব, সাজিদ, হৃদয়, মারুফ রায়হান প্রমুখ।

বক্তারা বলেন, ছাত্রদের ওপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। এখনো যারা স্বৈরাচারের মানসিকতা নিয়ে প্রশাসনে বসে আছেন, তারা সাবধান হয়ে যান। তারা অবিলম্বে প্রকৌশলী অধিকার আন্দোলনের দাবি মেনে নেওয়ার আহ্বান জানান।