রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের মরা পদ্মা নদীতে অবৈধভাবে ড্রেজিং মেশিন দিয়ে বালু উত্তোলন করার ২টি ড্রেজার মেশিন ধ্বংস করেছে উপজেলা প্রশাসন।
শুক্রবার (২৯ আগস্ট) বেলা ১২ টার দিকে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) নাহিদুর রহমান।
ইউএনও নাহিদুর রহমান জানান, অনুমতি ছাড়া অবৈধভাবে মরা পদ্মা থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের দায়ে ২টি বড় মেশিন ভেঙে ফেলা হয়েছে। যারা অবৈধভাবে বালু উত্তোলনে জড়িত তাদের সতর্ক করে দেওয়া হয়েছে। তারা যেন কোন জমি, পুকুর বা নদী থেকে উপজেলা প্রশাসনের অনুমতি ছাড়া মাটি ও বালু উত্তোলন না করে।