কিশোরগঞ্জের ভৈরবে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে দুটি জুতার কারখানা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। শনিবার রাত পৌণে ৯টার দিকে পৌর এলাকার লক্ষীপুরে উসমান মোল্লার মার্কেটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ভৈরব পৌর এলাকার লক্ষীপুরে উসমান মার্কেটে ঈগল পিও ফুটওয়ার ও চেইন্স পিও ফুটওয়ার নামে দুটি জুতা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ওই দুই কারখানার সকল যন্ত্রাংশ ও মালামাল পুড়ে যায়। এছাড়া আগুন নেভাতে গিয়ে বেশ কয়েকজন আহত হন।
ঈগল ফুটওয়্যারের সহকারী পরিচালক মো. সুহাস জানান, আরামকো, ঈগল ও চেইন্স তিনটি ফ্যাক্টরি পাশাপাশি অবস্থিত। চেইন্স ফ্যাক্টরি বন্ধ থাকায় সেখানে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে সমস্যায় পড়েন। একারণে চেইন্স ফ্যাক্টরির সকল কিছু পুড়ে যায়। সেখান থেকেই ঈগল ফ্যাক্টরিতে আগুন ছড়িয়ে পড়ে। আগুনে ঈগল ফ্যাক্টরির প্রায় ৪ কোটি টাকার মতো ক্ষতি হয়েছে।
পাদুকা মালিক সমিতির সভাপতি মো. আল-আমিন মিয়া বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে পৌঁছে দেখি দুটো ফ্যাক্টরি আগুনে পুড়ে সব শেষ হয়ে গেছে। এতে দুই ফ্যাক্টরির প্রায় ১০ কোটি টাকার মতো ক্ষতি হতে পারে।’
ভৈরব ফায়ার সার্ভিস ওয়ারহাউজ ইন্সপেক্টর রাজন আহমেদ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নেভাতে শুরু করে। প্রায় দুই ঘন্টা পর আগুন নেভাতে সক্ষম হয় তারা। আগুনে চেইন্স ফুটওয়্যার ও ঈগল ফুটওয়্যারের সকল কিছু পুড়ে গেছে। পার্শ্ববর্তী ৫ থেকে ৬ টি দোকানের কিছু ক্ষতি হয়েছে। অগ্নিকাণ্ডে কি পরিমাণ ক্ষতি হয়েছে তা নিরূপণে কাজ চলছে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে।