সোনারগাঁয়ে স্ত্রীর যাবজ্জীবন, পরকীয়া প্রেমিকের মৃত্যুদণ্ড

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দলিল লেখক মোশারফ হোসেন ভূঁইয়া (৪৫) হত্যাকাণ্ডের স্ত্রীর যাবজ্জীবন ও পরকীয়া প্রেমিকের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। 

সাজাপ্রাপ্তরা হলেন- নিহত মোশাররফের স্ত্রী শাহিনুর আক্তার (৩০) এবং পরকীয়া প্রেমিক রিপন মিয়া (৪০)।

রোববার (৩১ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক আমিনুল হক আসামি রিপন মিয়ার উপস্থিতিতে এ রায় দেন। 

আদালতের অতিরিক্ত পিপি নজরুল ইসলাম মাসুম জানান, পরকীয়া সম্পর্কের জেরে শাহিনুর আক্তার ও রিপন মিলে পরিকল্পিতভাবে দলিল লেখক মোশারফকে হত্যা করে। প্রথমে নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে তাকে অচেতন করা হয়। পরে বালতির পানিতে চুবিয়ে ও গলায় তার পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা নিশ্চিত করা হয়। পরে নিহতের বড় ভাই সোলায়মান ভূঁইয়া বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।

বিষয়টি নিশ্চিত করে আদালত পুলিশের পরিদর্শক কাইউম খান বলেন, আসামি শাহিনুর পলাতক রয়েছেন। সাজাপ্রাপ্ত উভয় আসামিকে একই সঙ্গে ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মামলার বাদী নিহতের বড় ভাই সোলায়মান ভূঁইয়া আদালতের এ রায়ে সন্তুষ্টি প্রকাশ করে দ্রুত এই রায় কার্যকর করার দাবি জানান।