সিদ্ধিরগঞ্জে গণপিটুনিতে যুবকের মৃত্যু

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গাড়ি ছিনতাইয়ের চেষ্টাকালে গণপিটুনিতে এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে। 

রোববার (৭ সেপ্টেম্বর) ভোরে সিদ্ধিরগঞ্জের এস.ও ঈদগা মাঠ সংলগ্ন বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম-পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।

স্থানীয়রা জানান, ভোরে বটতলা এলাকায় অজ্ঞাত ৩ জন চাকু-ছোঁড়া হাতে সিমেন্টের রেডিমিক্স ঢালাই বহনকারী একটি গাড়িটিকে থামানোর চেষ্টা করে। গাড়ির চালক মশিউর রহমান বিষয়টি বুঝতে পেরে গাড়ি না থামিয়ে চলে যাওয়ার চেষ্টা করে।

এ সময় আক্রমণকারীদের মধ্যে একজন তাৎক্ষণিক ইট দিয়ে গাড়ির সামনের দিকে ঢিল ছুড়লে গ্লাস ভেঙে চালক ও সহকারী আহত হন। গাড়ির গতি কমে গেলে আক্রমণকারীরা গাড়িতে উঠে এটি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করে। গাড়ির চালক ও সহকারী চিৎকার করলে ওই ৩ জন পালিয়ে যাওয়ার সময় একজনকে আটক করে গণপিটুনি দেয় পথচারীরা।

গাড়ির চালক বিষয়টি তার কোম্পানির প্রতিনিধিদের তাৎক্ষণিক জানালে তারা আক্রমণকারীসহ গাড়িটি ডিপোতে নিয়ে যাওয়ার নির্দেশ দেন। নির্দেশ মতো চালক মশিউর রহমান আক্রমণকারীকে আহত অবস্থায় সিমেন্ট রেডিমিক্সের ডিপো আইলপাড়ায় নিয়ে যায়।

পরে সকাল আনুমানিক সাড়ে ৬টার দিকে আক্রমণকারী (৩০) ব্যক্তি আইলপাড়া সিমেন্ট রেডিমিক্স এর ডিপোর অভ্যন্তরে মারা যায়। 

স্থানীয়দের একটি পক্ষ জানান, মৃত যুবক প্রতিবন্ধী। সে গাড়িতে ঢিল ছোঁড়ায় তাকে ছিনতাইকারী ভেবে গণপিটুনি দেওয়া হয়। এতে তার মৃত্যু হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনাটির তদন্তে পুলিশ মাঠে কাজ করছে। তদন্ত শেষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।