কিশোরগঞ্জের ভৈরবের আকবরনগর এলাকার রেল লাইনের পাশ থেকে অজ্ঞাত এক যুবকের (২০) মরদেহ উদ্ধার করা হয়েছে। তার পরনে ছিল কালো রংয়ের টিশার্ট ও জিন্স প্যান্ট।
বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের আকবরনগর ও কুলিয়ারচরের লক্ষ্মীপুর সংযোগ এলাকায় এ মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।
স্থানীয় ও রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, কালিকাপ্রসাদ ইউনিয়নের আকবরনগর ও কুলিয়ারচরের লক্ষ্মীপুর সংযোগ এলাকার ভৈরব-কিশোরগঞ্জ রেলওয়ে লাইনের পাশে অজ্ঞাত পরিচয়ে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।
তারা ভৈরব রেলওয়ে থানা পুলিশকে জানালে তাদের একটি টিম ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে সুরতহাল রির্পোট তৈরি করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। এ রির্পোট লেখা পর্যন্ত নিহতের পরিচয় পাওয়া যায়নি।
এ বিষয়ে ভৈরব রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ আহমেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে অজ্ঞাত পরিচয়ে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তাৎক্ষণিক নিহত যুবকের পরিচয় শনাক্ত করা যায়নি। ঘটনাটি মূল কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে।