ফুটবলে চ্যাম্পিয়ন লতিফপুর, সাঁতারে বিএনবি উচ্চ বিদ্যালয় 

টাঙ্গাইলের মির্জাপুর ৫২তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের আন্তঃউপজেলা ফুটবল ফাইনালে লতিফপুর একতা উচ্চ বিদ্যালয় ও সাঁতার প্রতিযোগিতায় বরাটী নরদানা বাংলাদেশ উচ্চ বিদ্যালয় (বিএনবি উচ্চ বিদ্যালয়) উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে। 

শনিবার (২৭ সেপ্টেম্বর) শহীদ ভবনী প্রসাদ সাহা সরকারী কলেজ মাঠে ফুটবল ফাইনাল প্রতিযোগিতায় ট্রাইবেকারে লতিফপুর একতা উচ্চ বিদ্যালয় (৩-২) গোলে জনতা গল্লী উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে। অপরদিকে সাঁতার প্রতিযোগিতায় ছোট, মধ্যম ও বড় দলে অংশগ্রহণ করে বরাটী নরদানা বাংলাদেশ উচ্চ বিদ্যালয় উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে।

মির্জাপুর শহীদ ভবানী প্রসাদ সাহা কলেজ মাঠে খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার এবিএম আরিফুল ইসলাম। 

এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জুলফিকার হায়দার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক আজিজ, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ রাসেদুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার প্রবীর কুমার চৌধুরী, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেনসহ বিভিন্ন বিদ্যালয় প্রধান শিক্ষক, মাদ্রাসার সুপার ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষরা উপস্থিত ছিলেন।