গাজীপুরে রিসোর্ট হামলা-লুটপাটের অভিযোগ

গাজীপুরে সদর উপজেলা পিঙ্গাইল এলাকায় রাজেন্দ্র ইকো রিসোর্ট দখলে নিতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।
 
হামলাকারীরা রিসোর্টের প্রশাসনিক ভবনের রিসিপশন এলাকায় প্রবেশ করে কর্মরত কর্মচারীদের জোরপূর্বক রিসোর্ট থেকে বের করে দেয়। এ সময় জাতীয় জরুরি সেবা-৯৯৯ এ ফোন করলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় জয়দেবপুর থানায় অভিযোগ দেওয়া হয়েছে।
 
রোববার (১৯ অক্টোবর) বিকেলে রাজেন্দ্র ইকো রিসোর্টে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় রিসোর্ট কর্তৃপক্ষ।
 
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রিসোর্টের কো-অপারেশন এন্ড এনডিমন এস.এ. এম রাকু দেওয়ান বলেন, আজিজুর রহমান শিমুল, এসএএম শফিকুর রহমান ও আখতার হোসেন সাদ্দামসহ তার সহযোগীরা গত ২ অক্টোবর জোরপূর্বক রিসোর্ট দখল নিতে হামলা ও লুটপাট চালায়। তারা কর্মচারীদের ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক রিসোর্ট থেকে বের করে দেয়। হামলায় তিনিসহ কয়েকন আহত হন।
রিসোর্ট কর্তৃপক্ষ জানায়, রিসোর্টটি দখল নিতে একটি চক্র জাল চুক্তিনামা তৈরি করে তা দেখিয়ে মালিকানা দাবি করে। পরে আদালতে মামলা করা হলে পিবিআই ওই চুক্তিটি জাল বলে আদালতে প্রতিবেদন দাখিল করে। চুক্তিনামায় মৃত ব্যক্তির স্বাক্ষর রয়েছে বলে পিবিআইয়ের প্রতিবেদনের উল্লেখ করা হয়েছে। 
 
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, কোটি কোটি টাকা বিনিয়োগে গড়ে উঠা রাজেন্দ্র ইকো রিসোর্টটি রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা এবং হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানানো হয়।
 
এ ব্যাপারে অভিযুক্ত আজিজুর রহমান শিমুল বলেন, তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ অসত্য ও ভিত্তিহীন। যেসব অভিযোগ আনা হয়েছে, তার প্রতিটির জবাব আমাদের কাছে আছে।
 
জয়দেবপুর থানার ওসি তৌহিদ আহমেদ বলেন, রিসোর্টে হামলা-ভাঙচুর সংক্রান্ত বিষয়ে কেউ অভিযোগ দেইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
 
রাজেন্দ্র ইকো রিসোর্টের মালিকপক্ষের এডমিন ম্যানেজার রাকু দেওয়ান এ বিষয়ে জয়দেবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের  করেছেন।