নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, উপজেলা বিএনপি সিনিয়র সহ-সভাপতি ও জামপুর ইউনিয়ন বিএনপি সভাপতি আল মুজাহিদ মল্লিক বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নে মানুষের মাঝে লিফলেট বিতরণসহ গণসচেতনতা অর্জন করতে সক্ষম হয়েছি। এখন সোনারগাঁওয়ের মানুষ ৩১ দফা বাস্তবায়নে ঐক্যবদ্ধ।
শুক্রবার (৩১ অক্টোবর) রাতে সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নস্থ কলতাপাড়া বাইতুল আমান জামে মসজিদের ২ দিনব্যাপী ওয়াজ মাহফিল অনুষ্ঠানের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কলতাপাড়া ফাযিল ডিগ্রি মাদ্রাসার সাবেক আরবী প্রভাষক আলহাজ্ব মাওলানা মোহসীনের সভাপতিত্বে ওয়াজ-মাহফিলে বিশেষ অতিথি ছিলেন- সুলতান আল মামুন, উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক শাহ আলম, লুৎফর রহমান, ওই মসজিদের সভাপতি আবুল কালাম ও মো. মাসুম।
সাব্বির আলমের সঞ্চালনায় প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ ও ওলামায়ে কেরামসহ ওই এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।