ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

সোনারগাঁও ইউনিভার্সিটিতে ‘এসইউ চ্যাম্পিয়নস লিগ’ সম্পন্ন 

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৩ পিএম

সোনারগাঁও ইউনিভার্সিটি স্পোর্টস ক্লাব আয়োজিত “এসইউ চ্যাম্পিয়নস লিগ-২০২৫” রাজধানীর “ট্রাফ ন্যাশন”-এ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।

চ্যাম্পিয়নস লিগটি ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট, যেখানে মোট ৯টি দল অংশ নিয়েছিল। প্রতিটি দলের টিম ওনার ছিলেন একজন শিক্ষক, আর দলে একজন ছাত্রী টিম অ্যাম্বাসেডর হিসেবে অংশ নেন।

এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়, সোনারগাঁও ইউনিভার্সিটি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি প্রতি বছর ফুটবল ও ক্রিকেট খেলোয়াড় তৈরি করার লক্ষ্যে এ ধরনের উদ্যোগ গ্রহণ করে থাকে। ফলে ইউনিভার্সিটিতে ফুটবল ও ক্রিকেটের জাতীয় দলসহ বিভিন্ন ডিভিশনের একাধিক খেলোয়াড় রয়েছে।

চ্যাম্পিয়নস লিগে উপস্থিত ছিলেন- ইউনিভার্সিটির উপদেষ্টা আজিজুল বারী শিপু, উপাচার্য শামীম আরা হাসান, উপ-উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর বুলবুল আহমেদ, ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ একরামুল ইসলাম, বিজনেস অনুষদের ডিন প্রফেসর আল-আমিন মোল্লা, ছাত্র কল্যাণ দপ্তরের পরিচালক জুলকারনাইন সুলতান আলমসহ বিভিন্ন অনুষদের বিভাগীয় প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীরা।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জাতীয় দলের সাবেক ক্রিকেটার হান্নান সরকার ও বাংলাদেশ জাতীয় ফুটবল দলের গোলরক্ষক কোচ বিপ্লব ভট্টাচার্য। খেলা পরিচালনা করেন ইউনিভার্সিটির স্পোর্টস ডিরেক্টর মেহরাব হোসেন জসি এবং স্পোর্টস ক্লাবের সদস্যরা।

আয়োজকদের মতে, এই আয়োজন শিক্ষার্থীদের নেতৃত্বগুণ, টিম স্পিরিট, স্বাস্থ্য সচেতনতা এবং পড়াশোনার পাশাপাশি মানসিক সতেজতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

NJ
আরও পড়ুন