ভাঙ্গায় বাটার শোরুম উদ্বোধন

ফরিদপুরের ভাঙ্গা বাজারের সিরাজুল ইসলাম মার্কেটের দ্বিতীয় তলায় দেশের ব্র্যান্ডের জুতার বাজারে শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান বাটার শোরুম উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে আল আমিন ট্যুর এন্ড ট্রাভেলসের একটি অঙ্গ প্রতিষ্ঠান বাটার শোরুমের কার্যক্রম শুরু করে। এ সময় সাংবাদিক ও সুধী সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আল আমিন ট্যুর এন্ড ট্রাভেলসের চেয়ারম্যান আল আমিন শেখ বলেন, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন। আল্লাহ পাকের বরকতে আমার যতগুলো প্রতিষ্ঠান আছে, মানবকল্যাণ ও সমাজ উন্নয়নের জন্য আমরা পাশে আছি।

এ সময় উপস্থিত ছিলেন- আল আমিন যুব সঞ্জয় সংস্থার ব্যবস্থাপনা পরিচালক এ্যাডভোকেট আমিনুল ইসলাম, পুবালী ব্যাংক ভাঙ্গা শাখার ব্যবস্থাপক আইরিন আক্তার, বাটার জেলা কর্মকর্তা সাজ্জাদ রহমান, আল আমিন ট্যুর এন্ড ট্রাভেলসের ব্যবস্থাপক মেহের আলী, আল আমিন যুব সঞ্জয় সংস্থার ব্যবস্থাপক হাফিজুর রহমান প্রমুখ।

উদ্বোধন উপলক্ষে বাটা শোরুম থেকে ৫% ছাড়ে ক্রেতারা পছন্দের জুতা ও স্যান্ডেল ক্রয় করতে পারবে বলে ঘোষণা করেন আল আমিন ট্যুর এন্ড ট্রাভেলসের চেয়ারম্যান।