আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা ৪ দেবিদ্বার আসন থেকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিনাঞ্চলের মূখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বৈধ ঘোষণা করেছে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মু. রেজা হাসান।
শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে মনোনয়ন বৈধ ষোণার সময় হাসানাত আবদুল্লাহ ও তার সমর্থকরা জেলা রির্টানিং কর্মকর্তার কার্য়ালয়ে উপস্থিত ছিলেন।
মনোনয়ন বৈধ ঘোষণার পর সাংবাদিকদের উদ্দেশে হাসানাত আবদুল্লাহ বলেন, তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রতি ঋণখেলাপির অভিযোগ আনলেও তা আমলে নেয় নি প্রশাসন। সে জন্য তিনি নিরপেক্ষ নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করেন।
টাঙ্গাইলে প্রথম ধাপে ৪ আসনে ৯ প্রার্থীর মনোনয়ন বাতিল
মিরসরাইয়ে মনোনয়ন সাত জনের বৈধ, বাতিল তিনজন