সিরাজদিখানে ছাত্রলীগ-যুবলীগের মিছিলের ঘটনায় মামলা, আটক ১০

মুন্সীগঞ্জের সিরাজদিখানে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের মিছিলের ঘটনায় ৪৫ জনের নাম উল্লেখসহ ৪০ থেকে ৫০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

মামলায় আসামিদের বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ও রাষ্ট্রের ক্ষতিসাধন ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ আনা হয়েছে।

বুধবার (১৯ নভেম্বর) সকালে সিরাজদিখান থানার উপ-পুলিশ পরিদর্শক (এস আই) নাহিদ মাসুদ বাদী হয়ে মামলাটি করেন। এ ঘটনায় আজ অভিযান চালিয়ে জড়িত ১০ জন আটক করেছে পুলিশ।

এর আগে গতকাল সকাল ৯টায় উপজেলা যুবলীগের যুগ্ন আহ্বায়ক জহিরুল ইসলাম লিটুর নেতৃত্বে শেখ হাসিনার রায়ের প্রতিবাদে প্রকাশ্যে পুলিশের টহল দলের সামনে উপজেলার বাসাইল ইউনিয়নের ইমামগঞ্জ বাজারে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের ব্যানারে বিক্ষোভ মিছিল করা হয়।

এ ঘটনায় টহলের দায়িত্বে থাকা সিরাজদিখান থানার উপ-পরিদর্শক মো. কামরুজ্জামান সিকদারসহ দুই কনস্টেবল বাদশা মিয়া ও সফিকুলকে প্রত্যাহার করা হয়।

সিরাজদিখান থানার ওসি মো. আবু বকর সিদ্দিক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গতকাল সকালে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীসহ দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে লাঠিসোঁটা, নিয়ে সরকারবিরোধী বিভিন্ন স্লোগানসহ মিছিল করেছে। এ ঘটনায় ৪৫ জন নামীয় অজ্ঞাত আরও ৫০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

অভিযান চালিয়ে জড়িত ১০ জনকে আটক করা হয়েছে। এছাড়া দায়িত্ব অবহেলার কারণে একজন এসআইসহ ২ কনস্টেবলকে ক্লোজ করা হয়েছে।