রিমালের ছোবল

সুন্দরবনে হরিণসহ মৃত প্রাণীর সংখ্যা বেড়ে ১০০

ঘূর্ণিঝড় রিমালের ছোবলে সুন্দরবনে মারা যাওয়া হরিণসহ ১০০টি মৃত প্রাণীর দেহ উদ্ধার করা হয়েছে। গত ৫ দিনে সুন্দরবনের বিভিন্ন স্থান থেকে ৯৬টি হরিণ ও ৪টি বন্য শূকরের মৃতদেহ উদ্ধার করা হয়। এ সময় আরও ১৮টি জীবিত হরিণ ও একটি অজগর উদ্ধার করে বনে অবমুক্ত করা হয়েছে। 

বৃহস্পতিবার (৩০ মে) সন্ধ্যায় খুলনা অঞ্চলের বনসংরক্ষক মিহির কুমার দো এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ঘূর্ণিঝড়ের সময় পানির তোড়ে সুন্দরবনের গহিনে চলে যাওয়ায় হরিণগুলো সাঁতরে উচু স্থানে আশ্রয় নিতে পারেনি।

এ কারণে হরিণগুলো মারা যেতে পারে। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সুন্দরবনে জোয়ারের উচ্চতা ছিল ৮ থেকে ১০ফুট।

তিনি আরও জানান, টহল অফিসগুলোতে টিনের চালা, জানালা-দরজা, সোলার প্যানেল, ওয়ারলেস সিস্টেম ও অবকাঠামোর ক্ষতি হয়েছে। পূর্ব বন বিভাগের কটকা অভয়ারণ্যের অফিস ঘাটের জেটি ও পুকুর বঙ্গোপসাগর গর্ভে বিলীন হয়ে গেছে। দুবলা, কটকা, কচিখালি, বগিসহ বিভিন্ন বন অফিসসহ ২৫টি টহল ফাঁড়ির রান্নাঘরসহ অবকাঠামোর টিনের চালা উড়িয়ে নিয়ে গেছে। সুন্দরবনের ৮০টি মিঠাপানির উৎস পুকুরে ৮-১০ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে লোনা পানিতে তলিয়ে যাওয়ায় বনকর্মীদের পাশাপাশি প্রাণীরাও সুপেয় পানির সংকটে পড়েছে। ক্ষয়ক্ষতির প্রাথমিক পরিমাণ ৬ কোটি ২৭ লাখ টাকার ওপরে হতে পারে।