দখল ও দুষণ রোধে ঝিনাইদহের চিত্রা নদীর দুই পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ নিয়েছে ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ড। ইতোমধ্যে চিত্রার দুই পাড়ে ৯৪টি স্থাপনা চিহ্নিত করা হয়েছে।
এ বিষয়ে ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রঞ্জন কুমার দাস জানান, প্রতিটি জেলায় একটি করে নদী দুষণ ও দখল মুক্ত করার উদ্যোগ নিয়েছে অন্তর্বতীকালীন সরকার। সেই হিসেবে ঝিনাইদহে চিত্র নদীকে বেছে নেওয়া হয়েছে।
তিনি জানান, ইতোমধ্যে দখলদারদের চিহ্নিত করে তালিকা প্রণয়ন করা হয়েছে। নদীর বেশির ভাগ অংশ কোটচাঁদপুর ও কালীগঞ্জ উপজেলার উপর দিয়ে প্রবাহিত। ৩০ কিলোমিটার চিত্রা নদীর পাড়ে ৯৪টি অবৈধ স্থাপনা পাওয়া গেছে। এর মধ্যে রয়েছে ভবন, পুকুর, দোকান, বাজার, ঝুলন্ত স্থাপনা ও মুরগির খামার।
নতুন বছরের শুরুতেই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে বলে জানান তিনি।