সাতক্ষীরায় তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত 

সাতক্ষীরায় হিমশীতল বাতাস ও শৈত্যপ্রবাহের কারণে শীতের তীব্রতা দিন দিন বাড়ছে। টানা কয়েক দিন ধরে ক্রমশই কমছে রাতের তাপমাত্রা। কনকনে শীতে সাধারণ মানুষ কাহিল হয়ে পড়েছে। ঠান্ডায় শীতবস্ত্রের অভাবে কষ্টে পড়েছে হতদরিদ্র, ছিন্নমূল ও স্বল্প আয়ের শ্রমজীবী মানুষগুলো। জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে যাচ্ছে না।

শুক্রবার (৩ জানুয়ারি) সাতক্ষীরা আবহাওয়া অফিসের দায়িত্বরত কর্মকর্তা জুলফিকার আলী রিপন জানান, শক্রবার সকাল ৬ টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ছিল ৯১ শতাংশ।

এদিকে শীতের তীব্রতা বাড়ার কারণে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতাল, সদর হাসপাতাল, শিশিু হাসপাতালসহ বেসরকারি ক্লিনিকগুলোতে রোগীর সংখ্যা বাড়ছে।

চিকিৎসকরা জানান, ডায়রিয়া, নিউমোনিয়া ও শ্বাসকষ্টসহ শীতজনিত রোগীর সংখ্যা। প্রতিদিনই শীতজনিত রোগীরা ভর্তি হচ্ছেন। এদের মধ্যে অধিকাংশই শিশু।