শাটডাউন কর্মসূচিতে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা

ছয় দফা দাবিতে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দিয়ে শাটডাউন কর্মসূচি পালন করছেন কারিগরি ছাত্র-আন্দোলন।

মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুর ১২টায় এ কর্মসূচি পালন করে আন্দোলনকারীরা।

আন্দোলনরত ছাত্ররা বলেন, ছয় দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে রূপরেখা প্রণয়ন না করা পর্যন্ত পলিটেকনিক ইনস্টিটিউটে শাটডাউন কর্মসূচি চলবে।

তারা আরও বলেন, পলিটেকনিক শিক্ষার্থীদের ছয় দফা দাবির মধ্যে জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের ৩০ শতাংশ পদোন্নতি কোটা বাতিল করতে হবে। এ ছাড়া জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতির রায় বাতিল, ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদবি পরিবর্তন, মামলার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের চাকরিচ্যুত, ২০২১ সালে নিয়োগ পাওয়া ক্রাফট ইনস্ট্রাক্টরদের নিয়োগ বাতিল এবং সেই বিতর্কিত নিয়োগ বিধি অবিলম্বে সংশোধন করতে দাবিও জানান তারা।

কারিগরি ছাত্র-আন্দোলন কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের প্রতিনিধি সৈকত মাহমুদ কল্লোল বলেন, ছয় দফা দাবিতেই শাটডাউন কর্মসূচি পালন করছি। আমাদের কাছ থেকে সময় নেওয়া হয়েছে। সেই সময়ের মধ্যে সন্তোষজনক ফলাফল না মিললে কেন্দ্রীয় নেতাদের দিকনির্দেশনায় আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

এ বিষয়ে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ রুহুল আমিন বলেন, শিক্ষার্থীদের দাবিগুলো যৌক্তিক। এই নিয়ে ঢাকায় তাদের নেতাদের সঙ্গে আলোচনা হয়েছে। শিক্ষার্থীদের কাছ থেকে সময় নেওয়া হয়েছে। এই সময়ের মধ্যেই বিষয়টি সমাধান হবে বলে আশা করছি।