মাগুরায় এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা দিলো ছাত্র শিবির

মাগুরায় এসএসসি, দাখিল ও সমমনা পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির।

রোববার (১০ আগস্ট) সকালে মাগুরা জেলা অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। 

জেলা সভাপতি আমিন উদ্দিন আশিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ সিবগা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী আব্দুল মতিন ও মাগুরা-২ আসনের মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতের আমীর অধ্যাপক এম বি বাকের এবং সাবেক জেলা শিবিরের সভাপতি ড. আলমগীর বিশ্বাসসহ আরো অনেকে।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির শুধু একটি দল নয়, তারা মানুষ গড়ার কারিগর। এখানে লেখাপড়ার পাশাপাশি নীতি-নৈতিকতা শেখানো হয়। ফলে শিবিরের প্রতিটি ছেলে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে পারে। তাই বর্তমানে অনেক অভিভাবক তাদের সন্তানদের শিবিরের হাতে তুলে দিতে চায়।

এ সময় কৃতি শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন ফাতেমাতুজ্ জোহরা ও রায়হান জামিল জারিফ। সবশেষে জেলার মোট ৬৬৭ জন কৃতি শিক্ষার্থীর হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।