ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

খড়সা তালিকা প্রকাশ

নতুন ভোটার ৪৫ লাখ, বাদ ২১ লাখের বেশি

আপডেট : ১০ আগস্ট ২০২৫, ০৩:৫৬ পিএম

নির্বাচন কমিশন ভোটার তালিকার হালনাগাদের জন্য সম্পূরক তালিকা প্রকাশ করেছে। এই তালিকা অনুযায়ী, এই হালনাগাদ প্রক্রিয়ায় নতুন ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন ৪৫ লাখ ৭১ হাজার ২১৬ জন, আর বাদ দেওয়া হয়েছে ২১ লাখ ৩২ হাজার ৫৯০ জনকে। এছাড়া দেশে বর্তমানে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৬১ লাখ ৭০ হাজার ৯০০ জন। 

রোববার (১০ আগস্ট) সকালে সারাদেশের উপজেলা নির্বাচন কার্যালয়ে খসড়া তালিকা প্রকাশের পর বেলা ১২টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, আজ সকালে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। ৩১ আগস্ট তা চূড়ান্ত করে প্রকাশ করা হবে। এর মধ্যে কারো ভুল থাকলে তা সংশোধনের সুযোগ পাবে।

ইসি সচিব জানান, ২ মার্চের হিসেবে দেশে ভোটার সংখ্যা ছিল ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। এরপর বাদ পড়া ভোটারদের তালিকাভুক্তির জন্য তথ্য সংগ্রহের কাজ চালানো হয়। এই হালনাগাদ প্রক্রিয়ায় নতুন ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন ৪৫ লাখ ৭১ হাজার ২১৬ জন, আর বাদ দেওয়া হয়েছে ২১ লাখ ৩২ হাজার ৫৯০ জনকে। ফলে চলতি বছরের ৩০ জুন পর্যন্ত মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৬১ লাখ ৭০ হাজার ৯০০ জনে।

তিনি আরও জানান, সম্পূরক খসড়া তালিকা আজ নির্বাচন কমিশনের অফিসগুলোতে প্রকাশ করা হয়েছে। এই তালিকা নিয়ে কোনো সংশোধনের প্রয়োজন হলে ভোটাররা তা জানাতে পারবেন এবং সংশোধনের পর ৩১ আগস্ট চূড়ান্ত তালিকা ঘোষণা করা হবে। এছাড়া, চলতি বছর ৩১ অক্টোবর পর্যন্ত যেসব ভোটার ১৮ বছর পূর্ণ করবেন, তাদের জন্য আলাদা একটি তালিকা প্রকাশ করা হবে। সুতরাং এবারে মোট তিনটি ভোটার তালিকা প্রকাশ করা হবে।

FJ
আরও পড়ুন