মাগুরায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত 

“প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহু-পাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি”- এ প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে মাগুরাতে পালিত হলো জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস।

জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১০টায় যুব ভবন হল রুমে এ অনুষ্ঠান আয়োজিত হয়।

দিবসটি উপলক্ষে সকালে বর্ণাঢ্য র‌্যালি, শপথ পাঠ, বৃক্ষরোপণ, পুকুরে মাছ অবমুক্তকরণ, আলোচনা সভা, প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ ও যুব ঋণের চেক হস্তান্তরসহ নানা কর্মসূচি পালন করা হয়। মাগুরা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. ইলিয়াসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য পেশ করেন যুব উন্নয়ন অধিদপ্তর মাগুরা জেলার সহকারী পরিচালক মো. আরব আলী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল কাদের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিলে সার্জন মো. শামীম কবির, মাগুরা প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, জেলা জামায়াতের আমির অধ্যাপক এম বি বাকের, ইসলামী আন্দোলনের মাগুরা জেলা শাখার সভাপতি মূফতি মোস্তফা কামাল, হেফাজতে ইসলামের সভাপতি কাজী জাবের বিন মহসীন। 

বক্তারা বলেন, প্রশিক্ষিত ও দক্ষ যুব সমাজ দেশের উন্নয়নের মূল চালিকা শক্তি। কর্মসংস্থান সৃষ্টি ও স্বনির্ভরতা নিশ্চিত করতে সরকার নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। পরে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র, প্রশিক্ষণ ভাতা ও যুব ঋণের চেক বিতরণ করা হয়।