বাগেরহাটের মোংলা বন্দরের পশুর নদীতে বাল্কহেড থেকে পড়ে এক লস্কর নিখোঁজ হয়েছেন। নিখোঁজ লস্করের সন্ধানে ঘটনাস্থলে কোস্ট গার্ড, নৌবাহিনী, ফায়ার সার্ভিস ও নৌপুলিশ তল্লাশি চালাচ্ছে।
শনিবার (২৩ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
নিখোজ ওই লস্করের নাম রমজান হোসেন রাব্বি (২০)। তিনি ঝালকাঠির কাঠালিয়া উপজেলার জলিল শিকদারের ছেলে।
বাল্কহেডটির মাস্টার মুজ্জাফর মোল্লা বলেন, ভোর ৪টার দিকে রামপাল তাপবিদ্যুৎকেন্দ্র থেকে মালামাল লোড করে ঢাকার উদ্দেশ্যে রওনা দিই। এর কিছুক্ষণ পর লস্কর রাব্বি আমাকে এক কাপ চা দিয়ে যায়। পরে রাব্বিসহ আরও ৩ জন স্টাফ বাল্কহেডের পাশে বসে চা খাচ্ছিল। এ সময় অসাবধানতাবশত সে পশুর নদীতে পড়ে যায়। আমরা তাৎক্ষণিক খোঁজাখুঁজি করলেও তাকে পাইনি। পরে ৯৯৯-এ ফোন দিলে ফায়ার সার্ভিস, কোস্ট গার্ড, নৌবাহিনী ও নৌপুলিশ এসে তল্লাশি শুরু করে।
মোংলা বন্দর কর্তৃপক্ষের উপ সচিব মো. মাকরুজ্জামান জানায়, খবর পাওয়ার পর সংশ্লিষ্ট বাহিনীর সদস্যরা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। নিখোঁজ লস্করের সন্ধান কার্যক্রম তদারকি করছে মোংলা বন্দর কর্তৃপক্ষ।