৩ কোটি টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক

ভারতের পাচারের সময় যশোর-নড়াইল মহাসড়কের দারাজহাট এলাকায় অভিযান চালিয়ে ২ কেজি ওজনের ১৭টি স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 
 
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে হাসান ফিলিং স্টেশনের সামনে এ অভিযান চালানো হয়। যার আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৮ লাখ ৩১ হাজার টাকা।
 
আটককৃত পাচারকারীর নাম সঞ্জয় সরকার (৩৭)। তিনি ফরিদপুর জেলার বোয়ালমারী থানার ধূলজোড়া গ্রামের অখিল সরকারের ছেলে।
 
 
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দারাজহাট এলাকায় অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন ব্যক্তিকে হাসান ফিলিং স্টেশনের সামনে থেকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে কোমরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১৭টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
 
আটককৃত আসামির বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।