বাগেরহাটে ৪টি সংসদীয় আসন বহালের দাবিতে সর্বদলীয় সম্মিলিত কমিটি নতুন কর্মসূচি ঘোষণা করেছে। এর অংশ হিসেবে আগামী শুক্রবার ও শনিবার (১৯ ও ২০ সেপ্টেম্বর) গণস্বাক্ষর কর্মসূচি এবং রবি ও সোমবার (২১ ও ২২ সেপ্টেম্বর) জেলা নির্বাচন অফিসের সামনে একইভাবে অর্ধদিবস অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে জেলা নির্বাচন অফিসের সামনে অর্ধদিবস অবস্থান কর্মসূচি শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়।
মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সর্বদলীয় সম্মিলিত কমিটির সদস্যসচিব এমএ সালাম এসব কর্মসূচি ঘোষণা করেন।
তিনি বলেন, বাগেরহাটের ৪টি আসন অক্ষুণ্ণ রাখার দাবিতে আমরা শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাচ্ছি। আদালতের প্রতি আমাদের আস্থা রয়েছে। তবে জনগণের দাবি প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
এর আগে আসন কমানোর প্রতিবাদে জেলাজুড়ে হরতাল, বিক্ষোভ ও মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। পাশাপাশি উচ্চ আদালতে রিটও করা হয়েছে।
কর্মসূচির কারণে শহরে স্বাভাবিক পরিবহন ব্যবস্থা আংশিক ব্যাহত হয়। তবে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখে।