গাজীপুর মহানগরীর কোনাবাড়ী আমবাগ এলাকায় হানিওয়েল গার্মেন্টস লিমিটেড অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ।
মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে কারখানার মূল ফটকে এই বন্ধের নোটিশ লাগানো হয়।
এ বিষয়ে জানতে হানিওয়েল গার্মেন্টস লি. (এজে গ্রুপ) এর ম্যানেজিং ডিরেক্টর আনোয়ার হোসেনকে একাধিকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি।
কারখানার শ্রমিকদের দাবি, জেনারেল ম্যানেজার ও এডমিন অফিসারকে তাদের অসদাচরণের কারণে প্রতিষ্ঠানে চায়নি শ্রমিকরা। মালিকপক্ষও প্রতিশ্রুতি দিয়েছিল, তাদের ফ্যাক্টরি থেকে বের করা হবে। কিন্তু গতকাল থেকে তারা আবার ফ্যাক্টরিতে কাজে যোগ দিয়েছেন। তাই গতকাল শ্রমিকরা আন্দোলন করেছিল।
কারখানা কর্তৃপক্ষের সহকারী মহাব্যবস্থাপক (এডমিন ও ফাইনান্স) স্বাক্ষরিত নোটিশে বলা হয়, শ্রমিকরা কিছু অযৌক্তিক দাবি উত্থাপন করে অবৈধভাবে কারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ করে বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন। এতে কারখানার ভেতরে আইনশৃঙ্খলার চরম অবস্থা সৃষ্টি হয়। এতে রপ্তানি কার্যক্রম ব্যাহত হওয়ায় কোম্পানির বিপুল আর্থিক ক্ষতি হয়।
নোটিশে আরও জানানো হয়, শ্রমিকদের বারবার কাজে যোগদানের অনুরোধ সত্ত্বেও তারা উৎপাদন কার্যক্রমে অংশ নেননি। এই অবৈধ ধর্মঘটের কারণে কারখানা কর্তৃপক্ষ নিরাপত্তার স্বার্থে আজ ২৫ নভেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করেছেন। পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তীতে খোলার তারিখ নোটিশের মাধ্যমে জানানো হবে।
কারখানার সিকিউরিটি ও রক্ষণাবেক্ষণ কাজে নিয়োজিত কর্মীরা এই আদেশের আওতামুক্ত থাকবেন।
এদিকে, শ্রমিকরা সকালে কারখানার গেটে এসে বন্ধের নোটিশ দেখে উত্তেজিত হয়ে মিতালী ক্লাব থেকে কোনাবাড়ী নতুন বাজার পর্যন্ত সড়ক অবরোধ করেন।
শ্রমিক ও মালিকপক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা করছে গাজীপুর শিল্প পুলিশ-২ কোনাবাড়ী জোনের পরিদর্শক মো. মোর্শেদ জামান।
শ্রমিকদের বরাত দিয়ে মোর্শেদ জামান জানান, তারা কারখানা পুনরায় খোলার দাবিতে কলকারখানা অধিদপ্তরে যাবেন। তবে তাদের সিদ্ধান্ত এখনও স্পষ্ট নয়।
শেখ হাসিনার ফাঁসি কার্যকরের দাবিতে আড়াইহাজারে বিএনপির বিক্ষোভ
আশুগঞ্জ সার কারখানায় শ্রমিকদের বিক্ষোভ ও গেইট মিটিং