চিতলমারীর মন্দিরে বিএনপি নেতা দিপুর আর্থিক সহায়তা

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বাগেরহাটের চিতলমারীতে বিভিন্ন পূজা মন্দির পরিদর্শন করেছেন বিএনপির অন্যতম কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী এ্যাডভোকেট ওহিদুজ্জামান দিপু।

রোববার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত তিনি একাধিক মন্দিরে গিয়ে পূজার সার্বিক দিক সম্পর্কে খোঁজখবর নেন এবং স্থানীয় নেতাকর্মী ও মন্দির কমিটির লোকজনদের সাথে মতবিনিময় করেন।

এদিন সন্ধ্যা ৬টার দিকে তিনি প্রথমে পঞ্চপল্লী কেন্দ্রীয় সার্বজনীন শ্রী শ্রী শ্যামা মন্দির ও শক্তি উপাসনালয় পরিদর্শন করেন।

পরে রাত ৮টার দিকে চরবানিয়ারী পশ্চিমপাড়া চন্ডিভিটা মন্দিরে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন। রাত ৯টায় চরবানিয়ারী দক্ষিণ পাড়া শ্রী শ্রী সার্বজনীন দুর্গা মন্দির উপস্থিত হয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

উল্লেখ্য, পঞ্চপল্লী পাঁচপাড়া মন্দিরের এই প্রথম দেড় শতাধিক প্রতিমা নির্মাণ করা হয়েছে। 

পঞ্চপল্লী মন্দির পরিদর্শনকালে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সভাপতি মো. মমিনুল হক টুলু বিশ্বাস, সাধারণ সম্পাদক মো. শরিফুল হাসান অপু, সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট মো. ফজলুল হক, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ্যাডভোকেট অসীম কুমার সমাদ্দার, চরবানিয়ারী ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ মো. জাহিদুর রহমান, সাধারণ সম্পাদক সুভাষ বালা শুভ সাংগঠনিক সম্পাদক মো. নাসির উদ্দিন শিকদার, উপজেলা পূজা উদযাপন ফ্রন্ট আহ্বায়ক জহরলাল সরকার, সদস্য সচিব মানবেন্দ্র মজুমদারসহ স্থানীয় নেতারা।

এ সময় মন্দির কমিটির সভাপতি প্রভাষক গৌতম কুমার মণ্ডল, যুগ্ম সচিব কালাচাঁদ সিংহ, সভাপতি দেবাশীষ বিশ্বাস, সাধারণ সম্পাদক খোকন বালা, উপদেষ্টা রবীন্দ্রনাথ রায়, সুকুমার বিশ্বাসসহ অন্যরা অতিথিদের স্বাগত জানান এবং শ্রী শ্রী দুর্গা, বিষ্ণু, শিব, শ্রীরাম, রাধাকৃষ্ণ, মনসা ও মা কালীসহ বিভিন্ন দেব-দেবীর প্রতিমা প্রদর্শন করেন।

পরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ্যাডভোকেট ওহিদুজ্জামান দিপু বলেন, শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপন করা আমাদের সবার দায়িত্ব। বিএনপি সব ধর্মের মানুষের নিরাপদ সহাবস্থানে বিশ্বাসী।

সভায় পঞ্চপল্লী মন্দির কমিটির সভাপতি প্রভাষক গৌতম কুমার মন্ডল, যুগ্ম সচিব ও মোংলা বন্দর পরিচালক চন্ডিভিটায় মন্দির কমিটির উপদেষ্টা কালাচাঁদ সিংহ, এ্যাডভোকেট মো. ফজলুল হক ও এ্যাডভোকেট বলাই চাঁদ বিশ্বাস বক্তব্য দেন।

আলোচনা শেষে অতিথিরা তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির লিফলেট স্থানীয়দের মধ্যে বিতরণ করেন এবং এ্যাডভোকেট ওহিদুজ্জামান দিপু ব্যক্তিগত তহবিল থেকে পূজা মন্দিরে সভাপতির কাছে আর্থিক অনুদান তুলে দেন।