ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

বিকেলে ঢাকেশ্বরী মন্দিরে যাবেন নাহিদ ইসলাম

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:২১ এএম

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আজ ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শনে যাবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। পূজার এই মহোৎসবের সময় তিনি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এবং মহানগর সার্বজনীন পূজা উদযাপন কমিটির নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

শনিবার (২৭ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন দলের যুগ্ম সদস্যসচিব ও মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন।

তিনি জানান, রোববার (২৮ সেপ্টেম্বর) বিকাল ৫টায় ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে উপস্থিত থাকবেন মো. নাহিদ ইসলাম। এ সময় এনসিপির কেন্দ্রীয় নেতারাও তার সঙ্গে উপস্থিত থাকবেন।

পূজার আনন্দে সম্প্রীতির বার্তা নিয়ে এই সফর অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেছেন দলটির নেতারা।

DR/SN
আরও পড়ুন