মাগুরায় খালে ডুবে ৩ শিশুর মৃত্যু

মাগুরার মহম্মদপুরে বাড়ির পাশে খালে গোসল করতে নেমে একসাথে ৩ কন্যাশিশু ডুবে মারা গেছে।

শনিবার (১১ অক্টোবর) দুপুরে উপজেরার বালিদিয়া ইউনিয়নের চাপাতলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- চাপাতলা গ্রামের আনারুলের মেয়ে তারিন (৯), মোহাম্মদ সাজ্জাদের মেয়ে সিনথিয়া (৮) ও মোহাম্মদ তরিকুলের মেয়ে তানহা (৯)।

স্থানীয়রা জানান, বাড়ির পাশের খালে গোসল করতে নেমে ৩ শিশু পানিতে তলিয়ে যায়। পরে তাদেরকে উদ্ধার করে মহম্মাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহমান বলেন, বাড়ির পাশের খালে গোসল করতে নেমে ৩ শিশু ডুবে মারা যায়। স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।