সরিষার তেলে পোড়া মবিল মেশানোর দায়ে যাবজ্জীবন

ঝিনাইদহ শহরের হামদহ এলাকায় সততা অয়েল মিলের ১০ ড্রাম সরিষার তেলে শত্রুতাবশত পোড়া মবিল মেশানোর ঘটনায় দায়েরকৃত মামলার আসামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মামলার বাকি ৫ আসামীকে খালাসের আদেশ দেওয়া হয়েছে।
সোমবার (২০ অক্টোবর) দুপুরে ঝিনাইদহ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক মো. মাহবুব আলম এই রায় ঘোষণা করেন। আদালতের বেঞ্চ সহকারী মো. শামীম হোসেন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
দন্ডপ্রাপ্ত আসামী হলেন- আশরাফুল ইসলাম ওরফে আশরাফ মিস্ত্রি। তিনি ঝিনাইদহ শহরের খন্দকার পাড়ার বাসিন্দা। রায় ঘোষণার সময় তিনি আদালতে হাজির ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।
মামলা সূত্রে জানা যায়, ২০১০ সালের ১৬ ডিসেম্বর মধ্যরাতে ঝিনাইদহের হামদহ এলাকার সততা অয়েল মিলসের ১০ ড্রাম সরিষার তেলের মধ্যে পোড়া মবিল মিশিয়ে দেন আসামী আশরাফসহ আরো পাঁচজন। ওই ঘটনায় সততা অয়েল মিলের মালিক নওশের আলী বাদি হয়ে ঝিনাইদহ সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন। যা পরবর্তীতে এজাহার হিসেবে রেকর্ড হয়। তদন্ত শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা আজিজুর রহমান আদালতে অভিযোগপত্র জমা দেন।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী বিশেষ পাবলিক প্রসিকিউটর অ্যাড. দবির উদ্দিন ও সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাড. রাশিদুল ইসলাম জানান, আদালতে অভিযোগ প্রমাণ হওয়ায় বিচারক সাজা ঘোষণা করেছেন।