চুয়াডাঙ্গায় চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন নির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি পেশ করেছেন আইনজীবীরা।
মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ১০টায় জেলা আইনজীবী সমিতি ভবনের সামনে এ মানববন্ধন করেন তারা।
জেলা আইনজীবী সমিতির সভাপতি সাঈদ মাহমুদ শামীম রেজা ডালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে- সাধারণ সম্পাদক আহসান আলী, পাবলিক প্রসিকিউটর (পিপি) মারুফ সরোয়ার বাবু, সরকারি কৌশুলী জিপি আব্দুল খালেক, জ্যেষ্ঠ আইনজীবী সেলিম উদ্দিন খান, আব্দুস সামাদ ও ওয়াহেদুজ্জামান বুলাসহ আইনজীবীরা বক্তব্য রাখেন।
মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি পেশ করা হয়। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসটি) নয়ন কুমার রাজবংশীর কাছে স্মারকলিপি তুলে দেন জেলা আইনজীবী সমিতির সভাপতি সাঈদ মাহমুদ শামীম রেজা ডালিম।
স্মারকলিপিতে বলা হয়েছে, ১৯৮৪ সাল থেকে চুয়াডাঙ্গায় জেলা জজ আদালত ভবনে বিচারকাজ পরিচালিত হচ্ছে। ২০০৭ সালে বিচার বিভাগ থেকে পৃথক হওয়ার পর থেকে জেলা জজ আদালত ভবনের কয়েকটা কক্ষ নিয়ে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসি আদালতের কার্যক্রম পরিচালিত হচ্ছে। অথচ পার্শ্ববর্তী জেলাগুলোতে আদালত ভবন নির্মাণ হলেও চুয়াডাঙ্গায় অদ্যাবধি চিফ জুডিসিয়াল ভবন নির্মাণ হয়নি।
সে কারণে বিচারপ্রার্থী, আইনজীবী ও মোহরারসহ সংশ্লিষ্টরা কোনরকমে কার্যক্রম পরিচালনা করছেন। তাই অবিলম্বে চুয়াডাঙ্গায় চিফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত ভবন নির্মাণের দাবি করা হচ্ছে। পুরাতন জেলখানার পরিত্যক্ত জমি ভবন নির্মাণের জন্য রাখা আছে।