চুয়াডাঙ্গায় রেস্টুরেন্ট থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গা সরকারি কলেজের পাশে অবস্থিত 'হ্যাচ ফ্যাচ' নামের একটি রেস্টুরেন্টের বন্ধ দরজা ভেঙে আশীক (২১) নামের এক বাবুর্চির মরদেহ উদ্ধার করা হয়েছে।
 
শনিবার (২৫ অক্টোবর) দুপুর ১টার দিকে তার সহকর্মীরা মরদেহটি উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
মৃত আশীক সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার সোনাপুর গ্রামেরদ জয় কুমারের ছেলে। তিনি গত ৬ মাস ধরে ওই রেস্টুরেন্টে বাবুর্চির কাজ করছিলেন এবং সেখানেই থাকতেন। 
উদ্ধারকারী সহকর্মী মামুন বলেন, শুক্রবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ১২টার সময় আশীকের সঙ্গে ফোনে কথা হয়। এরপর বারবার ফোন দিলেও কোনো সাড়া পাইনি। পরে রেস্টুরেন্টে এসে জানালা দিয়ে দেখি, সে ঘরের ভেতর পড়ে আছে। পরে ঘরের দরজা ভেঙ্গে অচেতন অবস্থায় পেয়ে দ্রুত সদর হাসপাতালে নিয়ে যাই।
 
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা.ওয়াহিদ মাহমুদ রবিন বলেন, দুপুর ২টার দিকে আশীককে হাসপাতালে আনা হয় অচেতন অবস্থায়। পরীক্ষা-নিরীক্ষা করে আমরা নিশ্চিত হই, তিনি মারা গেছেন। তবে মৃত্যুটি স্বাভাবিক মনে হয়নি। বিষয়টি সংশিষ্ট থানা পুলিশকে অবহতি করা হয়েছে। 
 
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ খালেদুর রহমান বলেন, প্রাথমিকভাবে কিছু বলা যাচ্ছে না। তার হাতে ব্লেড দিয়ে একাধিক কাটার চিহৃ রয়েছে। যেহেতু মৃত্যুর কারণ নিয়ে সন্দেহ রয়েছে, সেহেতু ময়নাতদন্ত প্রতিবেদনের ভিত্তিতেই পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।