বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দুটি অভিযোগে এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে একটি অভিযোগে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায় ঘোষণার পর সাতক্ষীরায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন জুলাই যোদ্ধারা।
সোমবার (১৭ নভেম্বর) সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড়ে শহীদ আসিব চত্ত্বরে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আনন্দ মিছিল করতে করতে সেখানে জড়ো হন। আনন্দ মিছিল শেষে জুলাই যোদ্ধারা পথচারীদের মাঝে মিষ্টি বিতরণ করেন।
সোমবার (১৭ নভেম্বর) সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড়ে শহীদ আসিব চত্ত্বরে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আনন্দ মিছিল করতে করতে সেখানে জড়ো হন। আনন্দ মিছিল শেষে জুলাই যোদ্ধারা পথচারীদের মাঝে মিষ্টি বিতরণ করেন।
পরে পাশের ট্রাফিক পুলিশ বক্সের সামনে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদেরও মিষ্টি দিতে গেলে গণমাধ্যমের ক্যামেরা উপস্থিত থাকায় পুলিশের পক্ষ থেকে আপত্তি জানানো হয়। পরবর্তীতে জুলাই যোদ্ধাদের কাছ থেকে মিষ্টি গ্রহণ করেন পুলিশ সদস্যরা।
এ সময় উপস্থিত ছিলেন- জুলাই গণঅভ্যুত্থানে সাতক্ষীরার প্রথম সংগঠক ইমরান হোসেন, আপ বাংলাদেশের সাতক্ষীরা জেলা আহ্বায়ক আক্তারুল ইসলাম আক্তার, যুগ্ম আহ্বায়ক ঝুমা মারিয়াম, জুলাই যোদ্ধা বখতিয়ার হোসেন, রাহাত সরদারসহ অন্যান্য নেতারা।
এ বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাতক্ষীরা জেলা প্রধান সমন্বয়কারী মো. কামরুজ্জামান বুলু বলেন, এই রায়ে আমরা খুবই খুশি। শহীদ পরিবারের সদস্যরা কিছুটা হলেও সান্ত্বনা পাবেন। আমরা চাই, স্বৈরাচারী খুনি শেখ হাসিনাকে দ্রুত দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা হোক।
এদিকে সাতক্ষীরার কলারোয়ায় শেখ হাসিনার গাড়িবহরে হামলার ঘটনায় করা মামলায় ৭০ বছরের সাজায় দণ্ডিত হয়ে দীর্ঘদিন কারাভোগের পর খালাস পাওয়া কলারোয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদের বাচ্চু বলেন, আমরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না। আমরা চাই শেখ হাসিনা ন্যায়বিচার পান। একই সঙ্গে শত শত সন্তান হারানো মায়েদের কান্নারও ন্যায়বিচার হোক।
তিনি আরও বলেন, এই বিচার বিভাগ বিগত আওয়ামী লীগ সরকারের আমলে প্রতিষ্ঠিত। তখন বলা হতো বিচার বিভাগ স্বাধীন। এখন একই আদালতকে বলা হচ্ছে ‘ক্যাঙ্গারু কোর্ট’। জনগণই শেষ পর্যন্ত বিচার করবে।
তিনি দাবি করেন, ৭০ বছরের সাজা ছিল মিথ্যা ও বানোয়াট। হাইকোর্ট আমাদের খালাস দিয়েছেন। আমাদের ওপর অবিচার করা হয়েছিল। বিষয়টি আমরা আল্লাহর হাতে ছেড়ে দিয়েছি।
এদিকে সাতক্ষীরার কলারোয়ায় শেখ হাসিনার গাড়িবহরে হামলার ঘটনায় করা মামলায় ৭০ বছরের সাজায় দণ্ডিত হয়ে দীর্ঘদিন কারাভোগের পর খালাস পাওয়া কলারোয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদের বাচ্চু বলেন, আমরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না। আমরা চাই শেখ হাসিনা ন্যায়বিচার পান। একই সঙ্গে শত শত সন্তান হারানো মায়েদের কান্নারও ন্যায়বিচার হোক।
তিনি আরও বলেন, এই বিচার বিভাগ বিগত আওয়ামী লীগ সরকারের আমলে প্রতিষ্ঠিত। তখন বলা হতো বিচার বিভাগ স্বাধীন। এখন একই আদালতকে বলা হচ্ছে ‘ক্যাঙ্গারু কোর্ট’। জনগণই শেষ পর্যন্ত বিচার করবে।
তিনি দাবি করেন, ৭০ বছরের সাজা ছিল মিথ্যা ও বানোয়াট। হাইকোর্ট আমাদের খালাস দিয়েছেন। আমাদের ওপর অবিচার করা হয়েছিল। বিষয়টি আমরা আল্লাহর হাতে ছেড়ে দিয়েছি।