সাতক্ষীরা-২ আসনে জামায়াত মনোনীত প্রার্থীর মোটরসাইকেল র‌্যালি কাল 

সাতক্ষীরা-২ (সদর ও দেবহাটা) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দি আব্দুল খালেকের নেতৃত্বে মোটরসাইকেল র‌্যালি অনুষ্ঠিত হবে।

শনিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় সাতক্ষীরা পলিটেকনিক কলেজ সংলগ্ন বাইপাসের গোলচত্ত্বর এলাকা থেকে এ র‌্যালি শুরু হবে। 
জামায়াতের নেতারা জানিয়েছেন, র‌্যালিটি বাইপাস হয়ে আলিপুর, ভোমরা, আলিপুর, সাতক্ষীরা শহরের নিউমার্কেট মোড়সহ শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে আগড়দাঁড়ি মাদ্রাসা প্রাঙ্গণে গিয়ে র‌্যালিটি শেষ হবে। জাতীয় পতাকা, ব্যানার, পোস্টার ও দলীয় পতাকা শোভিত মোটরসাইকেল বহর নিয়ে কয়েক হাজার জামায়াত কর্মী এ র‌্যালিতে অংশ নেবে।