ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা: গ্রেপ্তার ৭

ময়মনসিংহের ভালুকায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে দিপু চন্দ্র দাস নামে এক যুবককে পিটিয়ে হত্যা ও মরদেহ পোড়ানোর ঘটনায় সন্দেহভাজন সাতজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ‍্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৪)। শনিবার (২০ ডিসেম্বর) বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছে র‍্যাব।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. লিমন সরকার (১৯), মো. তারেক হোসেন (১৯), মো. মানিক মিয়া (২০), এরশাদ আলী (৩৯), নিজুম উদ্দিন (২০), আলমগীর হোসেন (৩৮) এবং মো. মিরাজ হোসেন আকন (৪৬)।

ঘটনার বিবরণে জানা যায়, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে ভালুকার জামিরদিয়া ডুবালিয়াপাড়া এলাকার পাইওনিয়ার নিটওয়্যারস (বিডি) লিমিটেড কারখানায় এই ঘটনা ঘটে। নিহত দিপু চন্দ্র দাস ওই কারখানার লিংকিং সেকশনে কাজ করতেন। অভিযোগ ওঠে, কাজ করার সময় তিনি জনৈক সহকর্মীর সঙ্গে মহানবী (সা.)-কে নিয়ে কুরুচিপূর্ণ ও বিতর্কিত মন্তব্য করেন। বিষয়টি জানাজানি হলে কারখানার শ্রমিক ও স্থানীয় লোকজনের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়।

একপর্যায়ে উত্তেজিত জনতা কারখানার গেট ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করলে নিরাপত্তাকর্মীরা অভিযুক্ত দিপুকে বাইরে বের করে দেন। তখন বিক্ষুব্ধ জনতা তাকে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরবর্তীতে উত্তেজিত জনতা নিহতের মরদেহ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নিয়ে গিয়ে সেখানে আগুন ধরিয়ে দেয় এবং সড়ক অবরোধ করে বিক্ষোভ করে।

খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আগুন নিভিয়ে মরদেহ উদ্ধার করে হেফাজতে নেয়। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য ভালুকা মডেল থানায় পাঠানো হয়।

র‍্যাব-১৪ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ ও বিভিন্ন তথ্যপ্রমাণ বিশ্লেষণ করে এই হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ও উসকানিদাতাদের শনাক্ত করে গ্রেপ্তার অভিযান চালানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।