হালুয়াঘাটে জমি নিয়ে বিরোধে হত্যা, গ্রেপ্তার ৮ 

ময়মনসিংহের হালুয়াঘাটে জমি নিয়ে বিরোধের জেরে ভাতিজার কিল-ঘুষিতে মাহবুল আলমকে (৫৫) হত্যা মামলার ৮ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৬ আগস্ট) দুপুরে গ্রেপ্তারদের কারাগারে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে পার্শ্ববর্তী উপজেলা ফুলপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন- মৃত নিজাম উদ্দিনের ছেলে নজরুল ইসলাম (৫৫), খাইরুল ইসলাম (৫৭), নজরুল ইসলামের ছেলে মো. শাহিন (৩৫), তামীম (২৪), সামিউল (২০), খাইরুল ইসলামের ছেলে আবু নাঈম (২৫) মেয়ে জেরিন (২০) এবং শাহিনের স্ত্রী ইয়াসমিন (২৭)।

অভিযোগ সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে উপজেলার ধারা ইউনিয়নের টিকুরিয়া গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে ২ পক্ষের সংঘর্ষে মারা যায় মাহবুল আলম এ ঘটনায় এদিন রাতে তার ছোট ভাই এনামুল হক বাদী হয়েছে ১৫ জনের নাম উল্লেখসহ আরো অজ্ঞাত আরো কয়েকজন নামে মামলা দায়ের করেন।  

এ বিষয়ে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন বলেন, ঘটনার ৬ ঘন্টার মধ্যে অভিযান চালিয়ে ৮ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিদের কারাগারে পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।