নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় একটি বিলের কচুরিপানার নিচ থেকে এক সিএনজি চালিত অটো রিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে আদমপুর-দুল্লী সড়কের মরা বিল থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত নূরুজ্জামান (৩৫) নওপাড়া ইউনিয়নের পাচাহার বড়বাড়ি গ্রামের মৃত মোগল চানের ছেলে।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান খবরটির সত্যতা নিশ্চিত করেছেন। মঙ্গলবার রাতে বিলের পাশ থেকে তার সিএনজি চালিত অটো রিকশাটিও উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ।
জানা গেছে, মঙ্গলবার সকাল ৯টার দিকে অটো রিকশা নিয়ে বাড়ি থেকে বের হন নূরুজ্জামান। রাত ১১টার দিকে তিনি কেন্দুয়া পৌরসভার জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠসংলগ্ন দোকানে চা পান করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, তখন তার অটো রিকশায় এক নারীসহ ৪ জন যাত্রী ছিলেন। ওই স্থান থেকে রওনা দেয়ার পর নিখোঁজ হন তিনি। পরিবারের সদস্যরা রাতে খোঁজাখুঁজি করেও তাকে পায়নি। তার মোবাইল ফোনটিও বন্ধ ছিল। পরে রাত আড়াইটার দিকে এক অটো রিকশা চালক ওই সড়ক দিয়ে যাবার সময় পথে রক্তমাখা অটো রিকশাটি পড়ে থাকতে দেখেন। ঘটনাটি থানায় জানানো হলে পুলিশ গিয়ে সেটি উদ্ধার করে। এরপর সকালে বিলের কচুরিপানার নিচে নূরুজ্জামানের লাশ পাওয়া যায়।
কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান বলেন, নিহত চালকের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবার মামলা করবে। হত্যা রহস্য উদ্ঘাটন ও জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চালাছে।