শেরপুর সীমান্তে মানব পাচারকারীসহ ৭ বাংলাদেশিকে আটক করেছে ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবি।
সোমবার (২৫ আগস্ট) নালিতাবাড়ী উপজেলার নকশী বিওপি এলাকায় সীমান্ত পিলার ১১০৪/৯-এস থেকে প্রায় ৭০০ গজ ভেতরে কালীমন্দির নামক স্থানে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতদের মধ্যে রয়েছেন- ২ মানব পাচারকারী ও ৫ অবৈধ অনুপ্রবেশকারী। তাদের মধ্যে ৩ জন নারী, ১ শিশু ও ৩ জন পুরুষ।
আটক মানব পাচারকারীরা হলেন- নালিতাবাড়ীর বরুঙ্গা গ্রামের নুরুল ইসলামের ছেলে রমজান আলী (২৪), একই গ্রামের আসমত আলীর ছেলে রাসেল মিয়া (১৬)।
আটক অনুপ্রবেশকারীরা হলেন, শামীম শেখ (২৩), আফসানা খানম (২২), রুমা বেগম (৩২), মিলিনা বিশ্বাস (২৮), কাসেম বিশ্বাস (৩)। তারা নড়াইলের বাসিন্দা।
৩৯ বিজিবি জানান, আটক মানব পাচারকারীরা ২০-৩০ হাজার টাকার বিনিময়ে গত ২৩ আগস্ট রাতে নালিতাবাড়ী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সুযোগ করে দেয়। তবে ভারতীয় পুলিশের বিশেষ অভিযানে অনুপ্রবেশকারীরা নিরাপত্তাহীনতায় পড়ে পুনরায় পাচারকারীদের সহযোগিতায় বাংলাদেশে ফিরে আসে। এ সময় টহলরত বিজিবি সদস্যরা টের পেয়ে সবাইকে আটক করে।
পরে মানব পাচারে জড়িত দুই জনের বিরুদ্ধে মানবপাচার প্রতিরোধ ও দমন আইন ২০১২ অনুযায়ী মামলা দায়ের করে দমন আইনে এবং অন্য ৫ জনের বিরুদ্ধে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের অপরাধে নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা নিতে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মানব পাচারকারীরা স্বীকার করেছে, বাংলাদেশি ও ভারতীয় একাধিক ব্যক্তি এই চক্রের সাথে জড়িত। বিজিবি ও গোয়েন্দা সংস্থাগুলো ইতোমধ্যে তাদের শনাক্তে কাজ শুরু করেছে।
ময়মনসিংহ বিজিবি’র ৩৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মেহেদী হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন।