মাদার তেরেসা অ্যাওয়ার্ড পেলেন নকলার খোরশেদুর রহমান 

শেরপুরের নকলা উপজেলার বিশিষ্ট সমাজকর্মী ও বিএনপির সদ্য সাবেক আহ্বায়ক আলহাজ্ব মো. খোরশেদুর রহমানকে সম্মানজনক 'মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২৫' প্রদান করা হয়েছে। সমাজসেবা, মানবকল্যাণ ও জনসেবামূলক কর্মকাণ্ডে বিশেষ অবদানের জন্য তাকে এ পুরস্কারে ভূষিত করা হয়।
 
শনিবার (৩০ আগস্ট) ঢাকার ইকোনমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে মহীয়সী নারী মাদার তেরেসার ১১৫তম জন্মবার্ষিকী উপলক্ষে 'মানবতার কল্যাণে মাদার তেরেসা' শীর্ষক আলোচনা সভায় এ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানের আয়োজক 'মাদার তেরেসা রিসার্চ অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল'।
 
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজ ও মানবতার কল্যাণে আলহাজ্ব খোরশেদুর রহমানের নিরলস প্রচেষ্টা ও অবদানই তাকে এই মর্যাদাপূর্ণ পুরস্কারের যোগ্য করে তুলেছে। তার এই স্বীকৃতি ভবিষ্যত প্রজন্মকে সমাজসেবায় অনুপ্রাণিত করবে।
 
সম্মাননা পেয়ে আলহাজ্ব মো. খোরশেদুর রহমান বলেন, দারুণ এক অনুভূতি মাদার তেরেসার মতো একজন ব্যক্তির সম্মাননা পেয়ে আমি সত্যিই আনন্দিত। আয়োজক কমিটিকে ধন্যবাদ জানাই।