নেত্রকোনায় চীনা নাগরিকসহ দু’জন আটক

নেত্রকোনায় ‎ তিন নারীকে পাচারের চেষ্টাকালে এক চীনা নাগরিকসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গত রোববার রাতে কেন্দুয়া পৌর সদরের সলফ-কমলপুর গ্রামের রুবেল মিয়ার বাড়িতে থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন- চীনের পাসপোর্টধারী নাগরিক লি ওয়েই হাও ও কুড়িগ্রামের রাজারহাট উপজেলার সুখদেব পশ্চিমপাড়ার ফরিদুল ইসলাম। এ সময় তিন নারীকে উদ্ধার করা হয়। কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

জানা গেছে রোববার রাত ১০টার দিকে সলফ-কমলপুর গ্রামের রুবেল মিয়ার বাড়িতে একটি প্রাইভেটকারে করে পাঁচজন নারী-পুরুষ যান। তাদের মধ্যে একজন চীনের নাগরিক লি ওয়েই হাও ও অপরজন ফরিদুল ইসলাম। বাকি তিনজন তরুণী। ওই তরুণীরা গাজীপুরে গার্মেন্টসে কাজ করেন। তাদের দেখে স্থানীয়দের সন্দেহ হলে তারা বাড়ির মালিক রুবেল মিয়াকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারেন, চীনের নাগরিক লি ওয়েই হাউ ওই তিনজনের মধ্যে এক গার্মেন্ট কর্মীকে বিয়ে করেছেন। লি ওয়েই হাউ ওই তিন নারীকেই চীনে নিয়ে যাবেন। পরে বিষয়টি কেন্দুয়া থানা পুলিশকে জানানো হয়। রাত দুইটার দিকে কেন্দুয়া থানা পুলিশ রুবেল মিয়ার বাড়ি থেকে চীনা নাগরিক লি ওয়েই হাও ও তার বাংলাদেশী এজেন্ট ফরিদুল ইসলামকে আটক এবং তিন নারীকে উদ্ধার করেন।

ওসি মিজানুর রহমান বলেন, কাগজপত্র যাচাইবাছাই করে ধারণা করা হচ্ছে তারা পাচারচক্র। পাচারের উদ্দেশ্যে ওই তিন নারীকে বিদেশে নিয়ে যেতে চেয়েছিল। বিষয়টি ব্যাপক তদন্ত করা প্রয়োজন। এ ব্যাপারে মামলা দায়ের করা হবে।