শেরপুরের নালিতাবাড়ীতে প্রেমঘটিত বিরোধের জেরে আব্দুর রহমান (১৩) নামে এক কিশোরকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
রোববার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার বাঘবেড় খড়িয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুর রহমান উত্তর গড়কান্দা শিমুলতলা পল্লী বিদ্যুৎ এলাকার হাবিবুর রহমানের ছেলে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, নিহত আব্দুর রহমান বন্ধু আশিক, স্বাধীন, জীবন, সিয়াম ও হিমেলকে নিয়ে বিকেলে খড়িয়াপাড়ায় বেড়াতে যায়। একই এলাকার রোকন নামে এক কিশোরও খড়িয়াপাড়ার এক কিশোরীকে পছন্দ করায় দুই কিশোরের মধ্যে বিরোধ তৈরি হয়। এ সময় রোকন তার বন্ধু ফায়সালসহ কয়েকজন মিলে আব্দুর রহমানদের ওপর হামলা চালায়। এতে আব্দুর রহমান, আশিক ও হিমেল গুরুতর আহত হয়।
পরে প্রথমে আহতদের নালিতাবাড়ী হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে আব্দুর রহমানকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হলে সোমবার (২২ সেপ্টেম্বর) ভোরে তার মৃত্যু হয়।