সরকারের দিক থেকে নির্বাচনের পূর্ণ প্রস্তুতি আছে: ফরিদা আক্তার

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন, নির্বাচন কমিশন তাদের যা যা করণীয় তা নিয়ে এগিয়ে যাচ্ছে। সরকারের দিক থেকে নির্বাচনের পূর্ণ প্রস্তুতি আছে। প্রধান উপদেষ্টা যে ঘোষণা দিয়েছেন, সে অনুযায়ী নির্বাচন হবে।

শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটে "বার্ষিক গবেষণা অগ্রগতি ২০২৪-২০২৫ পর্যালোচনা ও পরিকল্পনা প্রণয়ন শীর্ষক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা আরও বলেন, সরকারের কাজ হলো নির্বাচন দেওয়া। ফলে সরকার যে ঘোষণাটা.. রাজনৈতিক দলগুলোই চেয়েছিল, সে অনুযায়ী ঘোষণাও দিয়েছে। নির্বাচন নিয়ে কারা কী বলছে, সে বিষয়ে আমরা কোন মন্তব্য করবো না।

মাছের খাদ্যের দামের বিষয়ে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, মাছের খাদ্যের যে উপাদানগুলো আছে, সেটা যদি বাংলাদেশে উৎপাদন করতে পারে তাহলে মাছের খাদ্যের দাম কমবে। এর জন্য বিনিয়োগ বাড়াতে হবে।

বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড.অনুরাধা ভদ্রের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রনালয়ের সচিব আবু তাহের মোহাম্মদ জাবের, ফারাহ শাম্মীদ, চেয়ারম্যান, বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন, প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম সরদার, ডিন, মৎস্যবিজ্ঞান অনুষদ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ড. মো. আবদুর রউফ, মহাপরিচালক ও মৎস্য অধিদপ্তর প্রমূখ।