নালিতাবাড়ীতে ভুয়া চিকিৎসককে কারাদণ্ড, ফার্মেসিকে জরিমানা

শেরপুরের নালিতাবাড়ীতে মোবাইল কোর্টের অভিযানে এক ভুয়া চিকিৎসককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং একটি ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) উপজেলার তারাগঞ্জ মধ্যবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান।

ভুয়া চিকিৎসক পরিচয়ে চিকিৎসা সেবা দেওয়ায় মো. খোরশেদ আলমকে (সাং—ছিটপাড়া, নালিতাবাড়ী) ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়।একই সঙ্গে মেয়াদোত্তীর্ণ ও ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ বিক্রির দায়ে তার ছেলে সালমান সাদিককে ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানকালে উপস্থিত ছিলেন- উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌফিক আহমেদ, ঔষধ তত্ত্বাবধায়ক মো. জাহিদুল ইসলাম এবং নালিতাবাড়ী থানা পুলিশের একটি দল।

এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।