নকলায় ৫০০ পরিবারে খাদ্যসামগ্রী দিলো ফিউচার ওয়ার্ল্ড

“একসাথে কাজ করুন, হাত ধরে এগিয়ে যান”—এই প্রতিপাদ্য ধারণ করে শেরপুরের নকলায় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে দাতব্য প্রতিষ্ঠান ফিউচার ওয়ার্ল্ড।

শনিবার (১১ অক্টোবর) পৌর শহরের জালালপুর তেলের পাম্প সংলগ্ন এলাকায় ৫০০’র বেশি অসহায় পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দেয় প্রতিষ্ঠানটি।

ফিউচার ওয়ার্ল্ড নকলার টিম ম্যানেজার বিলাস মিয়ার সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফিউচার ওয়ার্ল্ড বাংলাদেশের টিম ডিরেক্টর জিয়া রতন। এছাড়া স্থানীয় নেতৃবৃন্দ ও টিমের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

টিম ডিরেক্টর জিয়া রতন বলেন, আমাদের লক্ষ্য শুধু সহায়তা নয়, অসহায় মানুষদের পাশে থেকে তাদের সমাজে প্রতিষ্ঠিত করে তোলা।