নালিতাবাড়ীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

"হাত ধোয়ার নায়ক হোন" এই প্রতিপাদ্য সামনে রেখে শেরপুরের নালিতাবাড়ীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে।
 
বুধবার (১৫ অক্টোবর) তারাগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর যৌথভাবে দিবসটি উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করে।
উপজেলা সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী মো. আশরাফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার ববি।
 
এ সময় সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সারোয়ার জাহান, উপজেলা বিআরডিবি'র চেয়ারম্যান এম.এ রায়হান, তারাগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদা শিরিন, সহকারী শিক্ষক, সাংবাদিক ও ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।