"হাত ধোয়ার নায়ক হোন" এই প্রতিপাদ্য সামনে রেখে শেরপুরের নালিতাবাড়ীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) তারাগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর যৌথভাবে দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করে।
উপজেলা সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী মো. আশরাফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার ববি।
এ সময় সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সারোয়ার জাহান, উপজেলা বিআরডিবি'র চেয়ারম্যান এম.এ রায়হান, তারাগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদা শিরিন, সহকারী শিক্ষক, সাংবাদিক ও ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।